রবিবার ২১ ডিসেম্বর ২০২৫ - ০৯:০০
হযরত ফাতিমা যাহরা (সা.আ.)–এর সাহান স্থায়ী ‘বাকিয়াতে সালিহাত’ | রজব মাস আত্মগঠনের সুযোগ

ইরাকের বিশিষ্ট আলেমে দ্বীন ও দেশটিতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হুসাইনি বলেছেন, আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.)-এর পবিত্র প্রাঙ্গণে হযরত ফাতিমা যাহরা (সা.আ.)–এর সাহান স্পষ্টভাবে বাকিয়াতে সালিহাত–এর উদাহরণ। এই সাহানের নির্মাণে যারা অংশগ্রহণ করেছেন, তারা এর প্রতিটি ইটের সওয়াবে শরিক। এখানে যেকোনো যিয়ারতকারী ইবাদত, দোয়া বা আধ্যাত্মিক কর্মসূচি পালন করলে—তার সওয়াব অংশগ্রহণকারীর আমলনামায় যুক্ত হবে। এমনকি আল্লাহর ওলিগণ এবং হয়তো ইমাম মাহদী (আ.ফা.)ও এখানে উপস্থিত হতে পারেন।

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ হুসাইনি বলেন, এই সাহান শিয়া বিশ্বের জন্য এক মহান ও স্থায়ী নিয়ামত। স্থানটির সৌন্দর্য—আয়না, স্থাপত্য, বিশালতা, ছাদ, শিল্পকলার নান্দনিকতা—বাহ্যিক চোখে অনন্য, তবে ফেরেশতাদের সৌন্দর্য অদৃশ্য এবং বাহ্যচক্ষে দেখা যায় না। সাহান নির্মাণে ইরানি জনগণের সহায়তা বিশেষ ভূমিকা রেখেছে এবং এটি বহু বছর ধরে স্থায়ী থাকবে।

তিনি রজব মাসকে মানব আত্মার পুনর্গঠন ও আত্মশুদ্ধির বিশেষ সুযোগ হিসেবে উল্লেখ করেন। ইমাম জাফর সাদিক (আ.) রাসুলুল্লাহ (সা.) থেকে বর্ণনা করেছেন, “রজব আল্লাহর মাস, শাবান আমার মাস এবং রমজান আমার উম্মতের মাস।” সময়ের বিশেষত্ব, যেমন জুমার দিন ও মাসগুলোর মর্যাদা, আধ্যাত্মিক প্রভাব বৃদ্ধি করে। রজব হারাম মাস, এতে ইবাদত ও বিশেষত ইস্তিগফারের গুরুত্ব রয়েছে।

ইস্তিগফার মানুষের জন্য মানসিক প্রশান্তি, জীবনের সহজতা, রিজিক বৃদ্ধি ও আয়ু দীর্ঘায়নের কারণ হয়। এটি দুনিয়া ও আখিরাতে প্রভাব ফেলে।

আয়াতুল্লাহ হুসাইনি বলেন, আহলুল বাইতের (আ.) দোয়া কেবল সমস্যার সমাধান নয়, বরং গভীর মারেফাত ও আত্মিক শিক্ষার মাধ্যমে মানুষের আত্মউন্নয়নের সুযোগ দেয়। সমস্যা সবসময় খারাপ নয়; কঠিনতম পরীক্ষাই উচ্চতর মর্যাদা অর্জনের জন্য সুযোগ।

রাসুলুল্লাহ (সা.)–এর জীবন কঠিন পরীক্ষার উদাহরণ: পিতৃহারা জন্ম, ছয় বছরে মাতৃহারা, বারো বছরে দাদাকে হারানো, আবু তালিব (আ.)–এর ঘরে দারিদ্র্য, নবুয়তের পর তেরো বছর নির্যাতন, অবরোধ, যুদ্ধ ও ফিতনা। আল্লাহর দয়ায় তিনি সব পরীক্ষায় উত্তীর্ণ হন।

তিনি জোর দেন, দোয়া বিলম্বিত হলেও তা প্রত্যাখ্যান নয়। দোয়া করাটাই এক মহান নিয়ামত; এটি আল্লাহর সঙ্গে সংযোগ এবং প্রয়োজনবোধের প্রকাশ। দোয়া অর্থ বুঝে ও মনোযোগসহ পাঠ করা উচিত; সংক্ষিপ্ত হলেও তা গভীর প্রভাব ফেলে। দোয়া কেবল সওয়াবের জন্য নয়, বরং আত্মগঠন ও মানবিক উৎকর্ষের অন্যতম মাধ্যম।

আয়াতুল্লাহ হুসাইনি শেষ করেন, দোয়া মানবিক উৎকর্ষের সিঁড়ি; আল্লাহর সঙ্গে সম্পর্কই মানুষের প্রকৃত মূল্য এবং দোয়া সেই সম্পর্কের প্রধান মাধ্যম।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha